ক্ষীণ
-মো: নাজমুল হক
তুমি ছাড়া মোর হৃদয় জমিন ছিল এতদিন শুন্য
এসেছো তুমি রাণী অামার জীবন করেছো ধন্য।
জীবনের পথে খুজেছি তোমায় কয়েকটি যুগ ধরে,
বলোনা রাণী কেন খুজে পেলাম তোমাকে এত পরে?
হৃদয় নিংড়ানো ভালবাসা নিয়ে বসে অাছি কতকাল,
ততদিনে মোদের বেঁধে ফেলেছে নিয়তির নিঠুর জাল।
রাতের অাকাশে খুজে দেখো তুমি খুজে পাবে তারার মাঝে,
অামার অাকাশে অাজীবন থেকো সেজে তুমি চাঁদ সাজে।
অমাবশ্যা পুর্ণিমা জোয়ার ভাটা জীবনে অাসুক যত,
হৃদয়ের অালোতে দেখে যাব তোমায় জড়াব অবিরত।
ভালবেসে যাব তোমাকেই অামি বাচব যতদিন,
যেখানেই থাকো ভালবেসো মোরে হোক তা যতই ক্ষীণ।
২৮.৭.১৮
এসেছো তুমি রাণী অামার জীবন করেছো ধন্য।
জীবনের পথে খুজেছি তোমায় কয়েকটি যুগ ধরে,
বলোনা রাণী কেন খুজে পেলাম তোমাকে এত পরে?
হৃদয় নিংড়ানো ভালবাসা নিয়ে বসে অাছি কতকাল,
ততদিনে মোদের বেঁধে ফেলেছে নিয়তির নিঠুর জাল।
রাতের অাকাশে খুজে দেখো তুমি খুজে পাবে তারার মাঝে,
অামার অাকাশে অাজীবন থেকো সেজে তুমি চাঁদ সাজে।
অমাবশ্যা পুর্ণিমা জোয়ার ভাটা জীবনে অাসুক যত,
হৃদয়ের অালোতে দেখে যাব তোমায় জড়াব অবিরত।
ভালবেসে যাব তোমাকেই অামি বাচব যতদিন,
যেখানেই থাকো ভালবেসো মোরে হোক তা যতই ক্ষীণ।
২৮.৭.১৮
Comments
Post a Comment