মুক্তি
-মো: নাজমুল হক
অাজও বৃষ্টি ঝরে গাছের পাতায়,
স্মৃতিরা হেটে বেড়ায় মনের খাতায়।
কি ছিলে বুঝোনি বুঝে গেছো ভুল,
কাঁটাই দেখলে শুধু দেখলেনা ফুল।
এখনও ক্লান্ত পায়ে নিত্য ফিরি ঘর
অাপন হতে চেয়ে হলাম পরের চেয়েও পর।
কাছে যত টেনেছিলে দুরে ছুঁড়লে বেশি,
হলোনা এ জীবনে চলা পাশাপাশি।
ঘুম ভাঙ্গা মধ্যরাতে তোমায় নিয়েই ভাবি,
যা দিয়েছো রেখে দিলাম নাই নতুন দাবি।
অাষাঢ় শ্রাবণ পৌষ পার্বণ মনের মত থেকো,
ভুল করে পড়লে মনে অামায় তুমি ডেকো।
ফুলের মত হাসতে যেমন তেমন করেই হেসো,
প্রজাপতির ডানায় চড়ে বাগান জুড়ে ভেসো।
অামি গেলাম লোকান্তরে দিয়ে তোমায় মুক্তি,
পারলে খুজো এই দহনের কতই ছিল যুক্তি!
২৩.৭.১৮
স্মৃতিরা হেটে বেড়ায় মনের খাতায়।
কি ছিলে বুঝোনি বুঝে গেছো ভুল,
কাঁটাই দেখলে শুধু দেখলেনা ফুল।
এখনও ক্লান্ত পায়ে নিত্য ফিরি ঘর
অাপন হতে চেয়ে হলাম পরের চেয়েও পর।
কাছে যত টেনেছিলে দুরে ছুঁড়লে বেশি,
হলোনা এ জীবনে চলা পাশাপাশি।
ঘুম ভাঙ্গা মধ্যরাতে তোমায় নিয়েই ভাবি,
যা দিয়েছো রেখে দিলাম নাই নতুন দাবি।
অাষাঢ় শ্রাবণ পৌষ পার্বণ মনের মত থেকো,
ভুল করে পড়লে মনে অামায় তুমি ডেকো।
ফুলের মত হাসতে যেমন তেমন করেই হেসো,
প্রজাপতির ডানায় চড়ে বাগান জুড়ে ভেসো।
অামি গেলাম লোকান্তরে দিয়ে তোমায় মুক্তি,
পারলে খুজো এই দহনের কতই ছিল যুক্তি!
২৩.৭.১৮
Comments
Post a Comment