বেশ
-মো: নাজমুল হক
অামি এক যাযাবর
নাই অাপন নাই পর,
ভুলের বালিতে গড়ি
ভুলে ভরা খেলাঘর।
হিসাব যত না পাবার
কবর দিলাম বুকে তার,
চলব পথ একা একা
নাই চাওয়া নাই অার।
গড়াবে দিন রজনী
শুনবেনা অার এ ধ্বনি,
অামারে ভুলতে যেন
ভুল না হয় অবনি।
দিয়ে যাই ভুলের দাম
সংজ্ঞাহীন এক নাম,
জীব নয় জড়ের মতও
চাইনা অার বদনাম।
মহাকালে হব শেষ
থাকবেনা কোন রেষ,
হারাব অন্ধকারে
ধরণীও বলবে বেশ।
১৯.৭.১৮
নাই অাপন নাই পর,
ভুলের বালিতে গড়ি
ভুলে ভরা খেলাঘর।
হিসাব যত না পাবার
কবর দিলাম বুকে তার,
চলব পথ একা একা
নাই চাওয়া নাই অার।
গড়াবে দিন রজনী
শুনবেনা অার এ ধ্বনি,
অামারে ভুলতে যেন
ভুল না হয় অবনি।
দিয়ে যাই ভুলের দাম
সংজ্ঞাহীন এক নাম,
জীব নয় জড়ের মতও
চাইনা অার বদনাম।
মহাকালে হব শেষ
থাকবেনা কোন রেষ,
হারাব অন্ধকারে
ধরণীও বলবে বেশ।
১৯.৭.১৮
Comments
Post a Comment