নিজেকে হারাই
-মো : নাজমুল হক
দেখছো যে এই ঘর এই সংসার,
পুরোটা তামাশা সং করাই সার।
ভিতরে অনল প্রবাহ বহে দুর্নিবার,
বাইরে যদিও হাসে বসন্ত বাহার।
অাটকে গেছি নিয়তির অচ্ছেদ্য জালে,
শ্বাসরুদ্ধ অনুভুতি বহি কালে কালে।
ইট চাপা ঘাসের মত বিবর্ণ সব চাওয়া,
ঝাপটা লাগে তাতে তপ্ত মরুর হাওয়া।
ভুল করে ভেবে বসি অাছে বুঝি সব,
কান পেতে শুনি মিছে সুখ কলরব।
ফাকা চোখে চেয়ে দেখি নিঃসীম অাকাশ,
মনেহয় এই বুঝি নেই শেষ শ্বাস।
অাপনই হয়না অাপন পর সেতো দুর,
নয়নের জলে জল বাড়েনা সিন্ধুর।
মুখে যা শুনি সেতো নয় মনের ভাষা,
তবু মন বাঁচে শুধু নিয়ে মিছে অাশা।
চাইবা না চাই অাঘাত বুক ভরে পাই,
ছলনার মায়া জালে নিজেকে হারাই।
১৭.৭.১৮
পুরোটা তামাশা সং করাই সার।
ভিতরে অনল প্রবাহ বহে দুর্নিবার,
বাইরে যদিও হাসে বসন্ত বাহার।
অাটকে গেছি নিয়তির অচ্ছেদ্য জালে,
শ্বাসরুদ্ধ অনুভুতি বহি কালে কালে।
ইট চাপা ঘাসের মত বিবর্ণ সব চাওয়া,
ঝাপটা লাগে তাতে তপ্ত মরুর হাওয়া।
ভুল করে ভেবে বসি অাছে বুঝি সব,
কান পেতে শুনি মিছে সুখ কলরব।
ফাকা চোখে চেয়ে দেখি নিঃসীম অাকাশ,
মনেহয় এই বুঝি নেই শেষ শ্বাস।
অাপনই হয়না অাপন পর সেতো দুর,
নয়নের জলে জল বাড়েনা সিন্ধুর।
মুখে যা শুনি সেতো নয় মনের ভাষা,
তবু মন বাঁচে শুধু নিয়ে মিছে অাশা।
চাইবা না চাই অাঘাত বুক ভরে পাই,
ছলনার মায়া জালে নিজেকে হারাই।
১৭.৭.১৮
Comments
Post a Comment