এক টুকরো হাসি
দিগন্তে ঘণ নীল
নিচে উড়ে শত গাংচিল
তুমি অামি বসে বালুকাবেলা,
সাগরের মৃদু হাওয়া
দু'জনার কিছু চাওয়া পাওয়া
তোমার এলোকেশে করে যেন খেলা।
কম্পিত হাতে হাত ধরা
কন্ঠ খুশির প্লাবনে ভরা
চেয়ে দেখি চাঁদমুখ অপলক,
বৈশাখী ঝড়ের মত
ধেয়ে চলি অবিরত
হাবুডুবু খায় দুটি হৃদয় চলক।
সুর্য যখন নামে পাটে
সাগর নদী পুকুরের ঘাটে
বসে এক অাত্বা দুই দেহ পাশাপাশি,
শুধু দিও উপহার
তোমার নির্জলা নির্ভার
শশীমুখো এক টুকরো হাসি।
১৪.৪. ১৮ ইং
নিচে উড়ে শত গাংচিল
তুমি অামি বসে বালুকাবেলা,
সাগরের মৃদু হাওয়া
দু'জনার কিছু চাওয়া পাওয়া
তোমার এলোকেশে করে যেন খেলা।
কম্পিত হাতে হাত ধরা
কন্ঠ খুশির প্লাবনে ভরা
চেয়ে দেখি চাঁদমুখ অপলক,
বৈশাখী ঝড়ের মত
ধেয়ে চলি অবিরত
হাবুডুবু খায় দুটি হৃদয় চলক।
সুর্য যখন নামে পাটে
সাগর নদী পুকুরের ঘাটে
বসে এক অাত্বা দুই দেহ পাশাপাশি,
শুধু দিও উপহার
তোমার নির্জলা নির্ভার
শশীমুখো এক টুকরো হাসি।
১৪.৪. ১৮ ইং
Comments
Post a Comment