তাঁর ছবি
- মো: নাজমুল হক
হঠাৎ এসে ঝড়
ভাঙ্গে বাঁধা ঘর
অাপনও হয়ে যায় পর,
কাপে থর থর
বুকের সব পাঁজর
সাঙ্গ হয় বুঝি এ খেলা ঘর।
যারে ভাবি ভালো
দেবে বুঝি অালো
সেও ছড়ায় মেঘের কালো,
মনের ক্ষুধা মনে রয়ে গেলো
জীবন করে এলোমেলো
মনের উঠানে স্মৃতিরা থাকে অগোছালো।
অামিতো অামার নাই
তাঁর মাঝে নিয়েছি ঠাঁই
যা পেয়েছি তা যে অারও চাই,
খুলেছি জীবনের লাটাই
তাঁর হাতে সঁপেছি তাই
হৃদয় অাকাশে সদা যার ছবি এঁকে যাই।
১৪.৭.১৮
ভাঙ্গে বাঁধা ঘর
অাপনও হয়ে যায় পর,
কাপে থর থর
বুকের সব পাঁজর
সাঙ্গ হয় বুঝি এ খেলা ঘর।
যারে ভাবি ভালো
দেবে বুঝি অালো
সেও ছড়ায় মেঘের কালো,
মনের ক্ষুধা মনে রয়ে গেলো
জীবন করে এলোমেলো
মনের উঠানে স্মৃতিরা থাকে অগোছালো।
অামিতো অামার নাই
তাঁর মাঝে নিয়েছি ঠাঁই
যা পেয়েছি তা যে অারও চাই,
খুলেছি জীবনের লাটাই
তাঁর হাতে সঁপেছি তাই
হৃদয় অাকাশে সদা যার ছবি এঁকে যাই।
১৪.৭.১৮
Comments
Post a Comment