বিদায় বেলায়
"যদি কোন অবসরে মনে পড়ে তোমার
এই অভাগার স্মৃতিখানি,
ভেবে দেখো শুধু বিদায় বেলায়
দিয়েছিলে কতটা দুঃখ অার গ্লানি।
হয়তো সুখে থাকবে প্রতিদিন
প্রতি মাস সারাটা বছর ধরে,
অামি নাহয় নিয়ে গেলাম মনের
ঝুলিখানি তোমার স্মৃতিতে ভরে।"
০৮.৭.১৮
"যদি কোন অবসরে মনে পড়ে তোমার
এই অভাগার স্মৃতিখানি,
ভেবে দেখো শুধু বিদায় বেলায়
দিয়েছিলে কতটা দুঃখ অার গ্লানি।
হয়তো সুখে থাকবে প্রতিদিন
প্রতি মাস সারাটা বছর ধরে,
অামি নাহয় নিয়ে গেলাম মনের
ঝুলিখানি তোমার স্মৃতিতে ভরে।"
০৮.৭.১৮
Comments
Post a Comment